Wellcome to National Portal
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ অক্টোবর ২০২৩

সরেজমিন উইং

ডিএই’র কর্মকান্ডের মুল কেন্দ্রবিন্দুই হলো সরেজমিন উইং। ডিএই’তে কর্মরত প্রায় ২৫ হাজার কর্মকর্তা/কর্মচারীর মধ্যে প্রায় ২১ হাজার কর্মকর্তা/কর্মচারী এ উইংয়ে কর্মরত। একজন পরিচালক উইং এর দায়িত্বে আছেন। মাঠ পর্যায়ে বার্ষিক কৃষি সম্প্রসারণ কর্মপরিকলনা প্রণয়ন, বাস্তবায়ন, মনিটরিং ও মূল্যায়ন করা এ উইং-এর মূল কাজ। এছাড়াও কৃষি পুনর্বাসন কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়ন, উপকরণের চাহিদা নিরূপন, বরাদ্দ ও মনিটরিং এবং মাঠের কার্যক্রম তদারকী করা। সম্প্রসারণ সেবা প্রদানকারী অন্যান্য সংস্থার সাথে সমন্বয় সাধন, বার্ষিক রাজস্ব বাজেট প্রণয়ন এবং গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য সমূহ সম্প্রসারণ বার্তা হিসেবে রূপান্তর করে মাঠ পর্যায়ে সম্প্রসারণ করা। এ ছাড়া ১৪টি অঞ্চল (ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর, খুলনা, কুষ্টিয়া, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা ও সিলেট), ৬৪টি জেলা, ৪৮৫টি উপজেলা ও ১২৬৪০টি ব্লকের সম্প্রসারণ কার্যক্রমের তদারকি এ উইং এর মাধ্যমে করা হয় ।

পরিচালক

সরেজমিন উইং এর প্রধান দায়িত্বগুলো হলোঃ

◉  অতিরিক্ত পরিচালক (অঞ্চল) এবং উপপরিচালক (জেলা) এর সহযোগিতায়, থানা কৃষি অফিসারদের প্রাথমিক ব্যবস্থাপনায় কৃষকদের চাহিদানুযায়ী ৪৮৫টি থানার বার্ষিক সম্প্রসারণ কর্মসূচিসমূহের পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন করা;

◉  পরিকল্পনা ও মূল্যায়ন উইং হতে প্রদত্ত পূর্ববর্তী বৎসরের সম্প্রসারণ কর্মসূচিসমূহের মূল্যায়ন প্রতিবেদন, ডিএই হতে প্রণীত শস্য উন্নয়ন ও উদ্ভিদ সংরক্ষণ নীতিসহ সরকারের সংশ্লিষ্ট কৃষি ও কৃষি সম্প্রসারণ নীতির আলোকে সার্বিক কৃষি সম্প্রসারণ নীতি প্রণয়ন করা;
◉  সম্প্রসারণ নীতি বাস্তবায়ন সমন্বয় কমিটি (EPICC), কৃষি কারিগরি কমিটি (ATC), জেলা সম্প্রসারণ পরিকল্পনা কমিটি (DEPC), থানা পরিকল্পনা কর্মশালা (TPW) এবং থানা কৃষি সম্প্রসারণ সমন্বয় কমিটি (TAECC) এর মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অন্যান্য সম্প্রসারণ সেবা প্রদানকারী সংস্থা এবং গবেষণা প্রতিষ্ঠানসমূহের মধ্যে সম্প্রসারণ নীতি ও পরিকল্পনার সমন্বয় সাধন করা;
◉  উইং ও মাঠ পর্যায়ের কর্মকান্ডের জন্য পর্যাপ্ত পরিমাণের রাজস্ব ও উন্নয়ন বাজেট প্রণয়ন এবং  মাঠ পর্যায়ের অফিসের কর্মচারীদেরকে প্রদত্ত অর্থ ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা;
◉  কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহের গবেষণা কার্যক্রম বিশেষ করে ডিএই কর্তৃক অর্থ প্রদানকৃত গবেষণা কর্মসূচিগুলো যেন কৃষক এবং কর্মচারীবৃন্দ কর্তৃক চিহ্নিত কৃষকদের চাহিদা পূরণ করে তা নিশ্চিত করা;
◉  কৃষি গবেষণা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বর্হিবিশ্ব থেকে প্রাপ্ত তথ্য সম্প্রসারণ বার্তায় রুপান্তর, তারপর সেগুলো মিডিয়া সেল ও প্রশিক্ষণ উইং কর্তৃক প্রস্ত্ততকৃত প্রশিক্ষণ সামগ্রী ও প্রশিক্ষণসূচির মাধ্যমে বিস্তার ঘটানোর জন্য ডিএই এর সার্বিক প্রক্রিয়ার সমন্বয় করা;
◉  ডিএই এর অন্যান্য কারিগরি উইং এর আওতা বর্হিভূত যে কারিগরি বিষয়গুলো, বিশেষভাবে মৃত্তিকা, সার, বীজ, খামার অর্থনীতি এবং বাজারজাতকরণ বিষয়ে সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান ও অন্যান্য উৎস হতে প্রাপ্ত তথ্য সম্প্রসারণ বার্তা ও তথ্য প্যাকেজে রুপান্তরের কাজ দেখাশোনা করা;
◉  মাঠ সেবার পরিবীক্ষণ ও মূল্যায়নের উপাত্ত, শস্য উৎপাদন, বাজারদর এবং কৃষকদের নিকট উপকরণ প্রাপ্যতার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য পরিকল্পনা ও মূল্যায়ন উইং এর সাথে যোগাযোগ রক্ষা করা;

 

 

প্রয়োজনীয় তথ্যসমূহঃ

 

 

 

সরেজমিন উইং এর সাংগঠনিক কাঠামো সরেজমিন উইং এর সাংগঠনিক কাঠামো